রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি! রাজ্যে প্রবেশ করে গেল বর্ষা, জানালেন হাওয়া অফিস

তাপমাত্রার পারদ একটু হলেও কমেছে। বিগত বেশ কিছুদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। রাজ্যের কোন কোন জেলায় আবার ভারী বৃষ্টি শুরু হয়েছে। নিম্নচাপের জেরি দক্ষিণবঙ্গ জুড়ে এই বৃষ্টিপাত বলেই ধারণা আবহাওয়াবিদদের। জানা গিয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সম্প্রতি বলা হয়েছে, দুদিনের মধ্যে রাজ্যে বর্ষা প্রবেশ করতে পারে। ইতিমধ্যেই রাত থেকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে হালকা বৃষ্টি শুরু হয়েছে। আগামী রবিবার অবদি বাংলায় এইরকম আবহাওয়া থাকবে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদ।
পাশাপাশি বঙ্গোপসাগরের একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা সক্রিয় হওয়ার কারণেই রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বর্ষা প্রবেশ করার আগেই রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। বাংলার উপকূলবর্তী জেলাগুলি সহ আরো বেশ কিছু জেলায় আগামী বেশ কয়েকদিন ভারী বৃষ্টি শুরু হবে। ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে।