বিজেপির ডেপুটেশন কে ঘিরে উত্তেজনা
June 18, 2025

বুধবার হাওড়ার শ্যামপুর থানায় বিজেপির ডেপুটেশন কে ঘিরে উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ দিন বৃষ্টিকে উপেক্ষা করেই বিজেপির মহিলা সদস্যরা শ্যামপুর মোড় থেকে মিছিল করে শ্যামপুর থানায় পৌঁছায় এবং থানায় ঢুকতে চাইলে মহিলা পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয়। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বিজেপি মহিলা কর্মীদের সজাগ করে এবং পুলিশি হস্তক্ষেপে তা উত্তেজনা বন্ধ হয়। উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা বিজেপি সভাপতি দেবাশীষ সামন্ত, বিজেপি নেতা রিকাশ দাস প্রমুখ,বি জে পি নেত্রী ইন্দ্রানী হালদার প্রমুখ। উল্লেখ্য এদিন মহিলারা তুলসী গাছ নিয়ে উপস্থিত ছিল।