এবার থেকে লোকাল ট্রেনে পাবে এসি

প্রথম এসি লোকাল ট্রেন পাচ্ছে কলকাতা। সোমবার এসি লোকাল ট্রেন চালানোর জন্য পুরোপুরি তৈরি শিয়ালদা ডিভিশন। সোমবার প্রথম এসি ইএমইউ লোকাল ট্রেন এসে পৌঁছল রানাঘাটে। মুম্বইয়ে মত এবার এসি লোকাল ট্রেন এবার খুবই শীঘ্রই কলকাতা পেতে চলেছে। তবে আর কিছু দিন অপেক্ষা করতে হবে কলকাতাবাসী দের। কারণ রেক কমিশন এবং কোস্টোমাইজেশন জন্য কয়েক দিন লাগতে পরে বলে জানাল রেল। এসি পরিষেবা প্রবর্তনের সাথে সম্পর্কিত রুট, পথ এবং সময় নির্ধারণের সিদ্ধান্ত এখনই নেওয়া হচ্ছে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। প্রথম বারের জন্য একটি নতুন পরিষেবা চালু করতে অবশ্যয় একটু সময় লাগছে। তবে শহরের এবং শিয়ালদহ বিভাগের সঙ্গে যুক্ত শহরতলী যাত্রীদের জন্য রেলের একটি দুর্দান্ত উপহার দিল উত্তর পূর্ব রেল। প্রসঙ্গত শিয়ালদা ডিভিশনে এসি লোকাল ট্রেন চালানোর জন্য দীর্ঘদিন ধরেই তোড়জোড় চলছে। বছরকয়েক আগে রেলওয়ে বোর্ডের কাছে চিঠিও লেখা হয়েছিল বলে সূত্রের খবর। এবার সেই অপেক্ষার অবসান ঘটে শিয়ালদা ডিভিশনে এসি লোকাল ট্রেনের চাকা ঘুরতে সম্পূর্ণ ভাবে প্রস্তুত। তারই পরিপ্রেক্ষিতে আজকে ট্রেইল রান শুরু হল প্রথম এসি ইএমইউ লোকাল ট্রেন। শিয়ালদার কোন লাইনে প্রথম এসি লোকাল ট্রেন চালু করা হতে পারে? এটা এখনো স্পষ্ট নয়। শীর্ষ মহল থেকে সবুজ সংকেত পেলে শিয়ালদা শাখার কোন লাইনে এসি লোকাল ট্রেন চালানো হবে। ঠিক করা হবে ভাড়া। যাত্রীদের কেমন সাড়া মিলছে, সেটা বিবেচনা করে দেখা হবে। জানা গেছে এসি লোকাল ট্রেনগুলিতে পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত কোচ, স্টেইনলেস স্টিলের আসন, সিসিটিভি নজরদারি এবং স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা থাকবে। প্রতিটি রেকের প্রায় 1100 যাত্রীর বসার ক্ষমতা থাকবে।  
রুট এবং ভাড়া এখনও চূড়ান্ত করা হয়নি, তবে নিয়মিত স্থানীয় ট্রেনগুলির চেয়ে ভাড়া বেশি হবে বলে আশা করা হচ্ছে। যদি এসি লোকাল ট্রেনগুলি ভালভাবে গ্রহণ করা হলে। তবে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আরও বেশি রাক যুক্ত করা যেতে পারে বলে সূত্রের খবর। পূর্ব রেল পথে প্রতিদিন প্রায় 25 লক্ষ যাত্রী যাত্রা করে।
শুধুমাত্র শিয়ালদহ ডিভিশনে একাই প্রতিদিন প্রায় 900 ট্রেন এবং প্রায় 18 লক্ষ যাত্রী পরিচালনা করে। আগামীদিনে খুব শীঘ্রই অন্তত লোকাল ট্রেন যাত্রীদের শীতল আরামের উপভোগ করতে পারে।
পূর্ব রেলপথ শহরতলির পরিষেবাগুলির জন্য দুটি নতুন এসি রেক পেয়েছে। ফলে বাংলায় এই প্রথম এসি লোকাল ট্রেন চলাচল করবে খুব শীঘ্রই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *