“স্কুলে তুলসীর মালা পড়ে আসা যাবে না”বারাসাতের স্কুলে প্রধান শিক্ষিকার নির্দেশিকা ঘিরে বিতর্ক।।

তুলসীর মালা পড়ে স্কুলে আসা যাবেনা এই ফতোয়া জারি করল বারাসাত নবপল্লী যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যামন্দিরের প্রধান শিক্ষিকা ইন্দ্রানী দত্ত চক্রবর্তী । রীতিমতো স্কুলের বাইরে দাঁড়িয়ে প্রধান শিক্ষিকা ছাত্রীদের এন্ট্রি করার সময় কেউ তুলসীর মালা পড়ে এসছেন কিনা তার ওপরে কড়া নজর দাড়ি রেখেছেন এবং স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই বার্তা তিনি দিয়ে দিয়েছেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তার কাছে এর কারন জানতে চাইলে তিনি একটি বাক্য বিনিময় করেন না। পরবর্তীতে সংবাদ মাধ্যমের কর্মীরা স্কুলের সভাপতি চম্পক দাস এর কাছে গেলে তিনি বিষয়টি শুনেই প্রধান শিক্ষিকাকে অন ক্যামেরায় ওভার টেলিফোনে ধমক দিতে শুরু করেন। তিনি বলেন কোন অবস্থাতেই কারোর ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে না স্কুল। তুলসীর মালা পড়ে আসাতে স্কুলের পড়াশোনার কোন ক্ষতি হওয়ার কথা নয়। একই মত সাধারণ অভিভাবক অভিভাবকদের। তারাও মনে করেন স্কুলে তুলসী মালা পড়ে আসলে পড়াশুনোর কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। তাহলে কেন এই ফাতেয়া। সভাপতির ধমক খেয়ে প্রধান শিক্ষিকা পুনরায় আবার সংবাদমাধ্যমে জানান কোন একদিন তিনি তুলসীর মালা মাটিতে পড়ে যেতে দেখেছেন কারোর পায়ে লাগতে পারে তাই তিনি তুলসীর মালা পড়ে আসতে বারণ করেছেন। তবে প্রধান শিক্ষিকার এই যুক্তি যথেষ্ট নয় বলে মনে করছেন সভাপতি থেকে সাধারণ অভিভাবকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *