বারাসাতে সিম কার্ড জালিয়াতি চক্রের মূল হোতা গ্রেফতার, সাইবার অপরাধে ব্যবহৃত হচ্ছিল অবৈধ সিম

বারাসাত সাইবার থানার পুলিশ একটি সিম কার্ড জালিয়াতি চক্রের মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃত সইফুল গাজী (২৯) হাসনাবাদের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে বারাসাত এলাকায় একটি সিম কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করছিল। সে সাধারণ মানুষকে নতুন সিম কানেকশন বা পোর্ট করার নাম করে তাদের ব্যক্তিগত নথি সংগ্রহ করত। এরপর বায়োমেট্রিক সমস্যার অজুহাত দেখিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করে অবৈধভাবে একাধিক সিম কার্ড ইস্যু করত এবং সেগুলো সাইবার অপরাধীদের কাছে চড়া দামে বিক্রি করত। এইভাবে প্রায় ৫০ জনের নথি ব্যবহার করে অসংখ্য সিম কার্ড জালিয়াতি করে সাইবার ক্রাইমে ব্যবহারের জন্য সরবরাহ করা হয়েছিল।
গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ সইফুলকে বারাসাত স্টেশন সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে। তাকে আজ বারাসাত জেলা আদালতে পেশ করে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হবে। পুলিশের ধারণা, সইফুলের জেরা থেকে এই চক্রের অন্যান্য সদস্যদের সন্ধান পাওয়া যাবে। এই ধরনের জালিয়াতি প্রতিরোধে পুলিশ সতর্কতা জারি করেছে এবং সাধারণ মানুষকে অবৈধ সিম কার্ড বা সন্দেহজনক অফার থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।