ছাত্রীকে গণ ধর্ষণের প্রতিবাদে বারাসাত থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বাম ছাত্র ও যুব সংগঠনের নেতা কর্মীরা
June 30, 2025

কসবা আইন কলেজের প্রথম বর্ষের ছাত্রীকে গণ ধর্ষণের প্রতিবাদে বারাসাত থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বাম ছাত্র ও যুব সংগঠনের নেতা কর্মীরা। রবিবার বিকালে বারাসাত হেলা বটতলা মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। কলোনী মোড় থেকে বারাসাত রেল ব্রীজ পার হয়ে চাম্পাডালী মোড় ঘুরে বারাসাত থানায় গিয়ে শেষ হয়।বারাসাত জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে কয়েক শো ছাত্র ছাত্রী ও যুবক যুবতী অংশ নেয়। কলেজ সংসদ নির্বাচন, ছাত্র ছাত্রীদের নিরাপত্তা, মেধাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বেআইনী ভাবে টাকার বিনিময়ে ছাত্র ছাত্রী ভর্তি সহ একধিক অভিযোগ তোলেন শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের বিরুদ্ধে। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে নৈরাজ্য সৃষ্টি ও তোলাবাজি রুখতে রাজ্যের ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান বিক্ষোভ কারীরা।