ভুয়ো আইপিএস গ্রেফতার বসিরহাটে

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার হাড়োয়া থানায় ভূ আইপিএস গ্রেপ্তার । পুলিশ সূত্রে খবর ২০২৩ সেলে বারুইপুরের পুলিস ডিস্ট্রিক্টের সাসপেন্ড হোমগার্ড ভুয়ো এসপি পরিচয় দিয়ে বিয়ে করার নাম করে হাড়োয়ার এক মেয়ে বাড়ি থেকে প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা প্রতারণা,করা অভিযোগে গ্রেফতার যুবক।
পুলিস সূত্রে আরো জানা গেছে হাড়োয়া থানা এলাকার এক মেয়ের সঙ্গে আইপিএস পরিচয় পরিচয় দিয়ে তাদের পরিবারের কাছ থেকে প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা হাতিয়ে নেয় এক যুবক এর পর তারা বুঝতে পারে তারা প্রতারিত হয়েছে এর পর তারা হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে হাড়োয়া থানার পুলিস যাদবপুর এলাকা থেকে ২৭ বছরের রনজয় চ্যাটার্জী ওরফে সুস্মিত সেনকে গ্রেফতার করে। সাত দিনের পুলিস হেফাজত চেয়ে আজ সোমবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।
ধৃত ওই যুবকের নাম রনজয় চ্যাটার্জী ওরফে সুস্মিত সেন তার বাড়ি এয়ারপোর্ট সংলগ্ন নারায়ণপুর এলাকায়। পুলিস জানিয়েছেন এই যুবকের নামে বিভিন্ন থানা এলাকায় এসপি পরিচয় দিয়ে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে এমনকি একাধিক নাম অর্থাৎ ছদ্মনাম ব্যবহার করে একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। পাশাপাশি নীল বাতি লাগানো গাড়ি ব্যবহার করে একাধিক জায়গায় প্রতারণা করে বেড়াতো এই যুবক। ওই যুবকের ফাঁদে পড়েন হাড়োয়া থানা এলাকার এক যুবতী তাদের কাছ থেকেও প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা হাতিয়ে নেয় ওই যুবক।