বিধানসভা ভোটের আগে বড় ভাঙন বিজেপিতে!

বিধানসভা ভোটের আগে ভাঙন বিজেপিতে, চিন্ময় দাস সহ ২৩ জন তৃণমূলে যোগ

বিধানসভা নির্বাচনের আগে ফের ভাঙন বিজেপিতে। রবিবার ধর্মতলা চলো কর্মসূচির প্রস্তুতি সভার মঞ্চ থেকে বড়সড় ধাক্কা খেল গেরুয়া শিবির। হুগলির চুঁচুড়া বিধানসভার রবীন্দ্রনগর এলাকায় বিজেপির প্রাক্তন যুব মোর্চার সভাপতি চিন্ময় দাস সহ মোট ২৩ জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন স্থানীয় বিধায়ক অসিত মজুমদার।

এই প্রসঙ্গে অসিতবাবু জানান, “মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ দেখে নতুন প্রজন্ম তৃণমূলের দিকে এগিয়ে আসছে। আগামী ২১শে জুলাই ধর্মতলায় প্রায় ৪০ হাজার মানুষ আমাদের সঙ্গে যাবেন।”

যোগদানকারী চিন্ময় দাস বলেন, “বিজেপিতে থাকাকালীন আমরা কিছুই করতে পারিনি। হনুমান জয়ন্তীর অনুষ্ঠানে সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হলেও তিনি আসেননি। অথচ বিধায়ক অসিত মজুমদার কোনও দ্বিধা না করেই সেই অনুষ্ঠানে এসে উপস্থিত হন। তিনি মানুষের নেতা, মানুষের পাশে থাকেন। তাই আজ তৃণমূলে যোগ দিলাম।”

চিন্ময় দাস আরও বলেন, “রাম কারোর বাবার সম্পত্তি নয়। আগে যেমন রামনবমীর মিছিলে প্রথম সারিতে ছিলাম, এখনো থাকবো।”

রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে এই ভাঙন বিজেপির কাছে বড় ধাক্কা ।।।।।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *