তৃণমূল শুধুমাত্র মুখেই বলে ‘বিজেপি বিরোধী’ কিন্তু বিজেপির বিরোধিতা তৃণমূল করে না স্পষ্ট দাবি অধীরের
July 9, 2025

তৃণমূল শুধুমাত্র মুখেই বলে ‘বিজেপি বিরোধী’ কিন্তু বিজেপির বিরোধিতা তৃণমূল করে না। তা নাহলে কেন্দ্র সরকারের আনা কালা আইন, বা এই সমস্ত জন বিরোধী নীতির বিরোধিতা তারা কখনোই করেন না। আজ দেশ জুড়ে বামফ্রন্ট শ্রমিক সংগঠন সমূহের ডাকা ২৪ ঘন্টা সাধারণ ধর্মঘটের সমর্থনে ও বন্ধের বিরোধিতায় তৃণমূল কংগ্রেসের এমতো ভুমিকা পালনে এমনই মন্তব্য করলেন মুর্শিদাবাদ জেলা সিপিএমের সাধারণ সম্পাদক জামির মোল্লা। আজ সকাল গড়াতেই বহরমপুর শহর জুড়ে ধর্মঘটের সমর্থনে পথে নামেন তারা। বাজারে খোলা থাকা দোকান বন্ধ করে দেওয়া হয়, পুনরায় বন্ধ করে দেওয়া হয় খোলা থাকা একাধিক সরকারি ও বেসরকারি দপ্তরও। বলা বাহুল্য আজকের এই ধর্মঘটকে ঘিরে দফায় দফায় রীতিমতো জটিলতায় পড়েন দোকান মালিক, বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মীরাও।