চুরি যাওয়া বিপুল পরিমাণ মোবাইল ফোন উদ্ধার করল বারাসাত জেলা পুলিশ

চুরি যাওয়া বিপুল পরিমাণ মোবাইল ফোন উদ্ধার করল বারাসাত জেলা পুলিশ।সমগ্র বারাসাত জেলা পুলিশের প্রতিটি থানায় চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল ফোনের অভিযোগের কিনারা করল বারাসাত জেলা পুলিশ। প্রায় ১০৪ টি মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দেয়া হয় মালিকদের হাতে।বুধবার বারাসাত জেলা পুলিসের এসডিপিও বারাসাত,আইসি বারাসাত ,আইসি মধ্যমগ্রাম এছাড়াও পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্তারা উপস্থিত থেকে চুরি যাওয়া ফোন ফিরে দেয় মালিকদের হাতে।পাশাপাশি ফোন চুরি বা হারিয়ে গেলে থানায় গিয়ে শুধু মাত্র জেনারেল ডায়রী ছাড়াও আরো বিশেষ কিছু পদক্ষেপের বিষয়ে সাধারণ মানুষ কে অবগত করেন বারাসাত এসডিপিও বিদ্যাগর আজিঙ্কিয়া আন্নত। মোবাইল চুরি হলে সি ই আই আর পোর্টালে অভিযোগের নম্বর এবং ফোনের আইএমইআই নম্বর প্রদান করলে মোবাইল খুজে বের করতে আরো সহজ হবে। সি আই আর পোর্টাল এর মূলত কাজ চুরি বা হারিয়ে যাওয়া ফোনে অন্য সিম কার্ড দিয়ে চালু করার চেষ্টা করা হলে তৎক্ষণাত পুলিশের কাছে নোটিফিকেশন যাবে এবং ফোন লক হয়ে যাবে। সে ক্ষেত্রে ফোনের লোকেশন জানতেও আরো বেশি সুবিধা হবে। অন্যদিকে হারানো ফোন ফিরে পেয়ে বেশ খুশি মালিকেরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *