পাঁশকুড়ার তারাপীঠ মন্দিরে পুজো দিতে এসে পুকুরে ডুবে মৃত্যু

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার চকগোপাল এলাকায় তারা মন্দির দ্বিতীয় তারাপীঠ মন্দির নামে পরিচিত। নিত্যদিন ভক্তরা সে মন্দিরে পূজা দিতে আসেন, বিভিন্ন জায়গা থেকে বহু মানুষজন আসেন এই দ্বিতীয় তারাপীঠ মন্দির দর্শন করতে এবং তারা মায়ের কাছে পূজা দিতে। মন্দির সূত্রে জানা যায়, শনিবার কলকাতা থেকে একটি পরিবারের বাবা-মা এবং ছেলে তিনজনে পুজো দিতে এসেছিলেন এই তারা মন্দিরে। প্রথম থেকেই তাঁরা এই মন্দিরে দীর্ঘ সময় কাটানোর পর বাবা ও ছেলে মন্দিরের পাশে থাকা একটি পুকুরে স্নান করতে নামেন। ঠিক তখনই পা পিছলে পুকুরে তলিয়ে যায় কলকাতা থেকে আগত বছর ৩০ এর ওই যুবক। তখনই তাঁর বাবা চিৎকার করলে স্থানীয় মন্দির কর্তৃপক্ষরা ছুটে আসেন। ততক্ষণে ছেলেটি জলের তলায় তলিয়ে যায় ।কিন্তু মন্দির কর্তৃপক্ষ দ্রুততার সহিত জলে ঝাঁপিয়ে কোনরকম তাঁকে জলের তলা থেকে উদ্ধার করে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। যদিও পরে শোনা যায় ছেলেটি হাসপাতালে মারা গিয়েছেন। যদিও এখনো পর্যন্ত পরিবারের কারো নাম পরিচয় জানা যায়নি এবং তার পরিবারের তরফ থেকে পাঁশকুড়া থানায় কোন প্রকার লিখিত অভিযোগ দায়ের করেন নি। তবে মন্দির কর্তৃপক্ষের দাবি ছেলেটি অসুস্থ ছিল প্রথম থেকে এবং হয়তো মৃগী ধরনের কোন প্রকার রোগে আক্রান্ত ছিল। যার ফলে এমন দুর্ঘটনা। যদিও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে মন্দির কর্তৃপক্ষ। জানা গেছে, পুলিশ ঘটনার তদন্ত করবে। মৃতদে উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য পাঠাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *