নবগ্রামে পুলিশের অভিনব সাফল্য! অভিনব পদ্ধতিতে পাচার হওয়া গাজা উদ্ধার করল পুলিশ

https://www.facebook.com/share/r/1YUPnMhAM6/
মুর্শিদাবাদের নবগ্রাম থানার পুলিশ এবার আরও একবার তাদের দক্ষতা ও সতর্কতার পরিচয় দিয়েছে। শনিবার দুপুরে ১২ নম্বর জাতীয় সড়কের আইরা মোড় এলাকায় একটি বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়। সেখানে একটি চারচাকা গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গাঁজাগুলো খুবই অভিনব পদ্ধতিতে পাচার করা হচ্ছিল। গুড় ও তেলের টিনের ভেতর বিশেষভাবে গাঁজা ভরে তা অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা চলছিল। তবে নবগ্রাম থানার সক্রিয় পুলিশ বাহিনী এই চালাকি ধরে ফেলে এবং পাচারকারীদের পরিকল্পনা ব্যর্থ করে দেয়।
এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ব্যক্তিকে রবিবার সকাল এগারোটায় লালবাগ মহকুমা আদালতে হাজির করা হয়। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন এবং তাদের সতর্কতা ও তৎপরতার জন্য প্রশংসা করেছেন। এই ধরনের অভিযান মাদক পাচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অপরাধীদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করে। নবগ্রাম থানার পুলিশের এই সাফল্য এলাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আরও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।