বসিরহাটে ভরাবাজারে তৃণমূল কর্মীকে গুলি করে কুপিয়ে খুন

বসিরহাট: ভরাবাজারে তৃণমূল কর্মীকে গুলি করে কুপিয়ে খুন, চম্পট দিল দুষ্কৃতীর দল, আতঙ্কে গ্রামবাসী। বসিরহাট মহকুমার বসিরহাট থানার গোটরা গ্রাম পঞ্চায়েতের ঘোনা বাজারের ঘটনা। বছর ২৫ এর আনার মোল্লা রাত আটটা নাগাদ বাড়ির কিছু দূরে ঘোনা বাজারে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল বন্ধুদের সঙ্গে। সেই সময় ১০ থেকে ১৫ জনের একটি দুষ্কৃতি দল হাতে ধারালো অস্ত্র ও মেশিনপত্র নিয়ে হামলা চালায় ওই যুবকের উপর। প্রতাক্ষ্যদর্শীরা জানায় হঠাৎই মোটরবাইকে একদল দুষ্কৃতি এসে কাছ থেকে বেশ কয়েকডাউন গুলি চালায়, মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। রক্তাক্ত অবস্থায মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা ছুটে এসে ওই যুবককে উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর সঙ্গে সঙ্গে দোকান বাজার বন্ধ হয়ে যায় মানুষজন ছুটে পালিয়ে চলে যায়। গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরী হয়।খবর পেয়ে ঘটনাস্থলে বসিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী চলে আসে কিন্তু ততক্ষণে দুষ্কৃতীরা গা ঢাকা দিয়েছে।মৃত যুবক বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তসি বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী হিসেবে পরিচিতি।বিধায়কের সঙ্গে একাধিক জায়গায় তার দেখা গিয়েছে এমনটাই দাবি মৃত তৃণমূল কর্মীর কাকা ফজের আলী গাজীর। প্রত্যক্ষদর্শীরা এও বলেন সপ্তাহ দুয়েক আগে গ্রামেরই কয়েকজনের সঙ্গে ঝামেলা হয় সেই গন্ডগোলের যেরে খুন না এর পেছনে অন্য কোন কারণ আছে? পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে শোনা যাচ্ছে মৃত আনারের সঙ্গে এলাকারই এক জনের সঙ্গে ঝামেলা চলছিল অর্থ লেনদেন নিয়ে,এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ঘোনা গ্রামে। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে মৃতের পরিবার ও গ্রামবাসীরা।বাইট ১: সাদ্দাম হোসেন গাজী স্থানীয় জনপ্রতিনিধি।বাইট ২: ফজের আলি গাজী মৃতের কাকা।