মাদারিহাটে ভয়াবহ অগ্নিকান্ড

সাত সকালে মাদারিহাটে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেলো দুটি দোকান।সকাল বেলায় দোকান খুলে ব্লাড সাম্পেল আনতে যাচ্ছিলেন দোকানের মালিক চঞ্চল সূত্রধর। যেখান থেকে ব্লাডাম্পেল সংগ্রহ করবেন সেখানে পৌঁছানোর আগেই তার কাছে ফোন যায় তার দোকানে ভয়াবহ আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে দোকানে ছুটে আসেন চঞ্চল বাবু। জানা যাচ্ছে মাদারিহাট বিডিও অফিসের উল্টোদিকে ল্যাবরেটরির দোকান রয়েছে চঞ্চল সূত্রধরের। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ল্যাব সহ পাশে থাকা প্রকাশ শিলের একটি সেলুন দোকান ও পুড়ে ছাই হয়ে যায়। প্রথমে এলাকার স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বীরপাড়া থেকে দমকলের একটি গাড়ি। দমকলের চেষ্টায় আগুন অন্যত্র ছড়িয়ে বীরপাড়ার পড়ার আগেই নেভানো সম্ভব হয়। তবে সকালবেলায় দোকান খোলার পর কিভাবে দোকানে আগুন লাগলো সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। ঘটনা খতিয়ে দেখছে মাদারিয়ার থানার পুলিশ এবং দমকল আধিকারিকরা ।।।।