আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ১
July 14, 2025

গতকালের পর আজও জেলায় উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার এক। ধৃতের নাম শফিকুল ইসলাম। বাড়ি মুর্শিদাবাদের নওদা থানার অন্তর্গত শ্যামনগর এলাকায়। ধৃতের কাছে থেকে দুটি পাইপ গান ও তিন রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে নওদা থানার পুলিশ নওদা থানা অন্তর্গত টিয়াকাটা ফেরিঘাটে এলাকায় তল্লাশি চালায়। সেখানে এক ব্যক্তিকে সন্দেহ হয়। তল্লাশি চালাতেই তার কাছে থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে। সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুরে আজ আদালতে তোলা হবে।