হু হু করে কমেছে মুরগির মাংসের দাম! আসল কারণ জানলে আপনি অবাক হবেন

হু হু করে কমেছে মুরগির মাংসের দাম। বাজারে চোখে পড়ছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। কিন্তু কেন এত কমেছে মুরগির মাংসের দাম আসল কারণ জানলে আপনিও অবাক হবেন।

শুধু জেলাতেই নয় রাজ্যের বিভিন্ন প্রান্তে কমেছে মুরগির মাংসের দাম। একসময় মুরগির মাংসের দাম ছিল ২০০ টাকারও বেশি কিন্তু সম্প্রতি হু হু করে দাম কমায় মুখে হাসি ফুটেছে ক্রেতাদের। ক্রেতাদের মুখে হাসি নিয়ে বলছেন আগে প্রতি কেজি মুরগির নাম ছিল ২০০ থেকে ২৫০ টাকা কিলো দর। এখন গোটা মুরগি মিলছে ৯০ থেকে ১০০ টাকায় আর কাটা মুরগি মিলছে ১৩০ থেকে ১৫০ টাকায়। বিক্রেতারাও লাভবান কারণ বিক্রির সংখ্যা বেড়েছে। লাভ কমে গেল বিক্রি বাড়ার ফলে সামগ্রিক আয় ভালো হচ্ছে এটা বলাই যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *