বিভিন্ন রকম বিধি নিষেধ এবং রুলস নিয়ে খুললো সাউথ কলকাতা ল কলেজ

গত ২৫ তারিখে সাউথ কলকাতা ল কলেজ এর গণধর্ষণ কাণ্ডের ঘটনার পর ৭ই জুলাই সোমবার থেকে ফের খুলছে সাউথ ক্যালকাটা ল কলেজ। তবে বিভিন্ন রকম বিধি নিষেধ এবং রুলস নিয়ে খুলছে কলেজ। কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনারের পারমিশন নিয়ে সোমবার সকাল আটটা থেকে দুপুর ২ টো পর্যন্ত খোলা থাকবে কলেজ। প্রত্যেকদিন কলেজের শিক্ষক ও শিক্ষা কর্মীদের জন্য নির্ধারিত সময় সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত। তারপর যিনি পার্মানেন্ট গার্ড রয়েছেন তার তত্ত্বাবধানে পুরো কলেজ পরিদর্শন করে তারপর কলেজ এবং কলেজের মেইন গেট বন্ধ করে দেওয়া হবে।
তার পাশাপাশি যারা প্রথম সেমিস্টারের ছাত্র-ছাত্রীরা রয়েছেন তাদের ফরম ফিলাপ এবং পরীক্ষার জন্য তাদের ৭ তারিখ আসতে হবে কলেজে তাদের সম্পূর্ণ ডকুমেন্ট নিয়ে এবং আইডি কার্ড সমেত। তাদের নির্ধারিত সময়ে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত।
কার পাশাপাশি চতুর্থ ষষ্ঠ এবং অষ্টম সেমিস্টারের যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের আইডি কার্ড সমেত আসতে হবে কলেজে।
তবে চতুর্থ সেমিস্টারের ছাত্র-ছাত্রীদের আঁটতে হবে ৮ তারিখ অর্থাৎ মঙ্গলবার ষষ্ঠ সেমিস্টারের ছাত্র-ছাত্রীদের আসতে হবে বুধবার এবং অষ্টম সেমিস্টারের অনার্স এবং জেনারেলের স্টুডেন্টদের আসতে হবে দশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার।
তবে কলেজের পক্ষ থেকে কড়াকড়ি ভাবে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে প্রপার আইডি কার্ড ছাড়া কলেজে প্রবেশ নিষিদ্ধ এবং তার পাশাপাশি কোনরকম নির্দিষ্ট অফিসিয়াল পারপাস ছাড়া কলেজে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *