হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু! গুজরাটে সেতু বিপর্যয়

ফের ডাবল ইঞ্জিন গুজরাতে সেতু বিপর্যয়। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু ৷ নদীর জলে পড়ে গেল একের পর এক গাড়ি ৷ ঘটনায় ৯ জনের মৃত্যুর খবর,আহত ৫ ৷ মৃত্যুর সংখ্যা বাড়াল আশংকা। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে গুজরাতের ভদোদরা জেলায়।
পুলিশ সূত্রে খবর, বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ মহিসাগর নদীর উপর প্রায় ৪০ বছরের পুরাতন গম্ভীরা সেতুর দুটি স্তম্ভের মধ্যে একটি স্ল্যাব ভেঙে পড়ে ৷ সেই সময় সেতুর উপর থাকা দু’টি লরি সহ বেশ কয়েকটা গাড়ি নদীর জলে পড়ে যায় ৷ ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর এলেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
উল্লেখ্য, ১৯৮৫ সালে তৈরি ভদোদরা থেকে আনন্দ জেলার মধ্যে তৈরি ৯০০ মিটার দীর্ঘ গম্ভীরা সেতুটিতে ২৩ টি স্তম্ভ রয়েছে ৷ প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে আচমকাই সেতুর একটি অংশ ভেঙে পড়ে । সেই অংশের উপরে থাকা গাড়িগুলি সোজা নদীতে গিয়ে পড়ে। আর তাতেই ঘটে এই বিপত্তি।