বৃষ্টির মধ্যে দাঁতালের হানায় আতঙ্ক ছড়াল সাঁকরাইলের পালোইডাঙ্গা-জামবেদিয়া এলাকায়

বৃষ্টির মধ্যে গজরাজের হানা, ধুলিসাৎ জামবেদিয়া অঙ্গনওয়াড়ী কেন্দ্র ,পালোইডাঙ্গা বাজারে ফলের দোকানে হানা দাঁতালের , অল্পের জন্য প্রাণে রক্ষা ফল দোকান মালিকের ,বৃষ্টির মধ্যে দাঁতালের হানায় আতঙ্ক ছড়াল সাঁকরাইলের পালোইডাঙ্গা-জামবেদিয়া এলাকায়। বুধবার রাতে আচমকা দলছুট বুনো হাতি ওই অঞ্চলে হানা দেয়। প্রবল বৃষ্টির মধ্যে দাঁতাল হাতি তাণ্ডব চালায় জামবেদিয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, যা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। তান্ডব চালায় বাজারে থাকা একটি ফলের দোকানেও ,ওই ফলের দোকানেই ঘুমিয়েছিলেন দোকান মালিক, অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি ,হঠাৎ হামলায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে। শিশুদের শিক্ষা কেন্দ্র ধ্বংস হয়ে যাওয়ায় ক্ষোভ ও দুশ্চিন্তা দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। স্থানীয়রা অভিযোগ করেছেন, এমন ঘটনা বারবার ঘটলেও বনদপ্তরের পক্ষ থেকে কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বনদপ্তরের এই উদাসীনতা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন তারা।প্রতিবছর বর্ষার সময় হাতির দল জঙ্গলের সীমানা পেরিয়ে লোকালয়ে চলে আসে খাদ্যের সন্ধানে। কিন্তু সঠিক ব্যবস্থা না থাকায় এই সমস্যা থেকে রেহাই মিলছে না।স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে বনদপ্তরকে আরও সক্রিয় হয়ে হাতির গতিবিধির উপর নজরদারি এবং ক্ষতিগ্রস্তদের উপযুক্ত সাহায্য ও ক্ষতিপূরণ দিতে হবে। না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *