আমেদাবাদ বিমান দুর্ঘটনার পর সাংঘাতিক অভিজ্ঞতা শেয়ার করলেন বারাসাতের বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত

বারাসাত:- মাত্র ১২ দিন আগে প্রায় ৯ বার প্লেনে যাতায়াত করতে হয়েছে ভারত থেকে টার্কি সেখান থেকে গ্রিস যাতায়াতে। তবে আমেদাবাদ বিমান দুর্ঘটনার পর সাংঘাতিক আতঙ্কের মধ্যে পড়ে গেছি আমি। হয়তো ওই বিড়ালের নয়টি জীবনের মধ্যে আমি পড়ে গিয়েছি। বারাসাতের কর্ম তীর্থ ভবন উদ্বোধনে এসে বললেন বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। তাছাড়াও পেহেলগাও সন্ত্রাস হামলার পর প্লেনের অতিরিক্ত ভাড়া নিয়েও এদিন সরব হন চিরঞ্জিত। তিনি বিমান দুর্ঘটনা প্রসঙ্গে আরো বলেন, যদি নির্দিষ্ট ফ্রিকুয়েন্সির সাইরেন বাজিয়ে মশা তাড়ানো যায় তবে চীন ও বাজপাখিও সরানো সম্ভব। প্রসঙ্গত এয়ারপোর্ট সংলগ্ন অঞ্চলে সাধারণতই দেখা যায় চিল ও বাজপাখি অবিলম্বে এয়ারপোর্ট অথরিটি ও ভারত সরকারকে বিষয়টি নিয়ে ভাবা উচিৎ। যদি এ ধরনের পাখি কোন ভাবে বিমানের প্রোপেলার ইঞ্জিনে ঢুকে পড়ে তবে পরবর্তীতেও বড় ধরনের বিমান দুর্ঘটনা পুনরায় ঘটতে পরে বলে দাবি করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *