ময়নাগুড়িতে জোড়া ATM লুঠ
June 14, 2025

ময়নাগুড়িতে জোড়া ATM লুঠ। জানা গেছে ময়নাগুড়ি থানার বৌল বাড়ি এলাকায় একই ঘরে রয়েছে দুইটি ATM।সেই দুটি ATM ভেঙে লুঠ করে গাড়ি নিয়ে শিলিগুড়ির দিকে পালায় দুষ্কৃতকারীরা।খবর পেয়ে পিছু ধাওয়া করে পুলিশ। গাড়ি ফেলে দুষ্কৃতকারীরা আশ্রয় নেয় বৈকন্ঠপুর জঙ্গলে। গাড়ি উদ্ধার করে পুলিশ। গাড়িতে রয়েছে নম্বর প্লেট ও প্রচুর হ্যাণ্ড গ্লাভস।এরপর বনদপ্তরের সহযোগিতায় ঘিরে ফেলা হয় জঙ্গল। শিলিগুড়ি পুলিশের সহযোগিতায় যৌথ ভাবে সার্চ অপারেশন চলছে। দুষ্কর্তীরা ভিন রাজ্যের হতে পারে বলে অনুমান করা হচ্ছে।