৩০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার তিন অভিযুক্ত
June 17, 2025

আনুমানিক ৩০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার তিন অভিযুক্তকে বারাসাত জেলা আদালতে পাঠালো দত্তপুকুর থানার পুলিশ।
ঘটনা সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে উত্তর ২৪ পরগনা জেলার ১২ নম্বর জাতীয় সড়ক দাড়িপুকুর এলাকায় মঙ্গলবার মধ্যরাত্রে দুটি গাড়িকে আটক করে। সেই গাড়ি থেকে প্রায় ৩০ কেজি গাঁজা সহ কামাল উদ্দিন মোল্লা, রফিকুল হোসেন ও নাসিমা বিবি নামক ৩ অভিযুক্তকে গ্রেফতার করে বারাসাত জেলা পুলিশের দত্তপুকুর থানার পুলিশ আধিকারিকরা। মঙ্গলবার তিন অভিযুক্তকে গ্রেফতার করে পাঠানো হয় বারাসাত জেলা আদালতে।