কসবায় দিদির দেহ আগলে বসেছিলেন বোন, পুলিশ এসে উদ্ধার করল পচা গলা দেহ
June 17, 2025

দিদির দেহ আগলে রেখেছেন বোন। রবিনসন স্ট্রিটের ছায়া এবার কসবার হালতুর পরেশ মজুমদার রোডে।
রবিনসন স্ট্রিটের ছায়া এবার কসবার পরেশ মজুমদার রোডে। বেশ কয়েকদিন ধরে দিদির দেহ আগলে রেখেছিলেন বোন।এমনই অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। ৭৭ বছরের মৃত মহিলার নাম পূরবী নস্কর। দোতলায় থাকতেন দিদি ও বোন। একতলায় ভাই থাকেন। স্থানীয়দের দাবি, সোমবার বোন এসে ভাইয়ের কাছে খেতে চান। বোনের কাছ থেকে দিদির মৃত্যুসংবাদ পান ভাই। এরপর কসবা থানার পুলিশ এসে ঘর থেকে দিদির পচাগলা দেহ উদ্ধার করে। কয়েকদিন আগেই বৃদ্ধার মৃত্যু হয়েছে প্রাথমিক তদন্তে অনুমান। পুলিশ পরিবারের অন্যান্য সদস্যদের জেরা করছে। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।