অসুস্থ মহিলাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল নিউ বারাকপুর থানার পুলিশ

নববারাকপুর : মঙ্গলবার দুপুর ১টা ১৫ মিনিটে একজন অটোচালক নিউ বারাকপুর থানায় এসে খবর দিয়ে যান ৮ নং রেলগেট পেরিয়ে এস এন ব্যানার্জি রোডে একজন মহিলা রাস্তায় পাশে পড়ে আছেন। সাথে সাথে খবর পেয়েই থানার পুলিশ গিয়ে মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। প্রাথমিকভাবে মহিলাকে চোখে মুখে জল দেবার পর তার ঞ্জান ফেরে এবং তাঁকে তার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করা হয়। তিনি প্রাথমিকভাবে নাম ঠিকানা কিছু বলতে পারছিলেন না। পরে তিনি জানান তাঁর খিদে পেয়েছে। থানার মেসে দুপুরের খাবার দেওয়ার পরে তাকে আরেকবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, সেই সময় কিছু মানুষ জন থানায় একটা মিসিং ডায়েরি করতে আসে। মিসিং ডায়েরি ছবি দেখে সাথে সাথে মিলে যায়। উদ্ধার হওয়া মহিলার ছবি। স্থানীয় পুরসভা হাসপাতালে মহিলার প্রাথমিক চিকিৎসা করানো হয়। তৎক্ষণাৎ আইনিভাবে মহিলা কে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মহিলার স্বামী সুবীর পাল জানান তার স্ত্রী শারীরিক ভাবে অসুস্থ। সঠিকভাবে কথা বলতে পারেননা। ইতিমধ্যেই বার কয়েক বার ব্রেন স্ট্রোক স্বীকার হওয়ার দরুন স্নায়ু রোগে আক্রান্ত। মাঝে মাঝেই সব কিছু ভুলে যান। আজ সকালে বাড়ি থেকে বেরিয়ে যান। আমি বাজারে গেছিলাম ।ছেলে বাথরুমে। মেয়ে ঘরে ঘুমিয়ে ছিল। বাড়িতে এসে দেখি স্ত্রী নেই। চারিদিকে দীর্ঘ খোঁজাখুঁজির পর থানায় মিসিং ডায়েরি করাতে এসে দেখা যায় পুলিশ উদ্ধার করেছেন তার স্ত্রী কে। নিউ বারাকপুর থানার পুলিশ তৎপরতার উদ্ধার কাজের সাধুবাদ জানান। উদ্ধার কৃত মহিলার নাম ডলি পাল(৪০)।বাড়ি পুরসভার ৫নং ওয়ার্ডের রামকৃষ্ণ রোডে। তবে মহিলাকে উদ্ধার করা থেকে প্রাথমিক চিকিৎসা, সেবা শুশ্রষা ও পরিবারের হাতে তুলে দেওয়া পর্যন্ত পুলিশের ভূমিকার প্রশংসার দাবি রাখে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *